নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : গোপীনাথ দাসের সুস্থতা কামনায় দরিদ্রভান্ডার কালি মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা ফেব্রুয়ারী) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ মহানগর পূজা পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এ আয়োজন করে। প্রার্থনা সভা পরিচালনা করেন মহানগর পূজা পরিষদের পূজা বিশয়ক সম্পাদক শ্রী রাজ প্রসাদ চক্রবর্তী। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সভা পরিচালনায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পূজা পরিষদের সভাপতি শংকর দাস, সম্পাদক শ্যামল বিশ্বাস,সদর উপজেলা (ফতুল্লা) পূজা পরিষদের সম্পাদক শ্রী রণজিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিশীর ঘোষ অমর,সোনারগাঁও উপজিলা পূজা পরিষদের সভাপতি শ্রী লোকনাথ দত্ত,আড়াই হাজার পূজা পরিষদের শ্রী হারাধন বিশ্বাস,রুপগজ্ঞ উপজেলা পূজা পরিষদের শ্রী কৃষ্ণকান্ত শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী প্রদীপ দাস,মহানগর সভাপতি শ্রী লিটন পাল,সাধারণ সম্পাদক নিমাই দে,হিন্দু সংস্কার সমতির জেলা সভাপতি শ্রী কমলেশ সাহা,সম্পাদক শ্রী বিষ্ণুপদ সাহা,ফতুল্লা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অরুন দাস,রাজীব দাস,সহ জেলা পূজা পরিষদের সহ সভাপতি মাখন সরকার,ননী গোপাল সাহা সহ মহানগর পূজা পরিষদের সহ সভাপতি অরুন দাস, যুগ্মসম্পাদক উত্তম সাহা,শুশিল দাস,কৃষ্ণ আচার্য,তপন ঘোষ,তপন সাধু,অরুন দেবনাথ, বাসুদেব দে,সহ মমহানগর পূজা পরিষদের এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ।