গৃহবধূর মৃত্যু : রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফারজানা আক্তার (২০) নামে গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের হাটাব এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জানা যায়, গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী স্থানীয় হাটাব এলাকার মৃত কবির খন্দকারের মেয়ে ফারজানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। এঘটনায় নিহত গৃহবধূর মা শিমু আক্তার রবিবার আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে আব্দুল মতিনের বাবা, মা, ভাই, বোন, ভগ্নিপতিসহ ৭ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

বুধবার বিকেলে মামলার অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কাঞ্চন-রূপসী সড়কের হাটাব এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থাণীয়রা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন আলী খান জানান, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত