গৃহবধুর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি ) : নগরীর বাবুরাইলে পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী সাইফুল ইসলাম ওরফে শফিউলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বাবুরাইলের ১৯৩ শাহ সুজা রোড এলাকার তাহমিনা রেজার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে সাইফুল ইসলাম ওরফে শফিউল পলাতক রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পারভিনের লাশ উদ্ধার করে। সাইফুল ইসলাম ওরফে সফিউল পেশায় রিক্সা চালক। তারা গত ১৩ ফেব্রুয়ারি সে তাহমিনা রেজার বাড়ির ওই ঘরটি ভাড়া নেন। তাদের নাম ঠিকানা জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় জানান, ঘরের ভেতরে নিহতের লাশ পড়ে ছিল। পারভীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত