নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে কেন্দ্রীয় কর্মসূূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের বি.বি. রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শোক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় এই শোক সমাবেশে অংশগ্রহন করার জন্য নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে শোক র্যালি করে দলীয় কার্যালয়ে এসে শোক সমাবেশে অংশগ্রহন করে। শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে শোক সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের সাবেক জি.এস. জনি, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেদ মল্লিক, থানা মৎসজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মৎসজীবী দলের ঢাকা দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মোঃ নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, ঋষিকেস মন্ডল মিঠু, জয়নাল আবেদিন মল্লিক, মাযহারুল ইসলাম, মোঃ জুয়েল আরমান, মেহেদী হাসান দোলন, মনির হোসেন, মোঃ আশরাফ, আলামীন, সুমন, আবুল, সাগর, বশির, মনির, মান্নান প্রমুখ।
সমাবেশে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছি। গণতন্ত্র মুক্তি পেলেই উগ্রবাদ ধ্বংস হবে ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ, তাই উগ্রবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এর দায় এই অবৈধ সরকারকেই নিতে হবে।
সমাবেশের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির ক্রান্তিকালে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তাই দেশকে রক্ষা করতে হলে আমাদের সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে উগ্রবাদকে প্রতিহত করতে হবে।