নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক ) : রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় বনানী থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন যে, অস্ত্রধারীদের গুলিতে বনানী থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন নিহত হয়।
তিনি জানান, ঐ রেস্টুরেন্টে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। খবর পেয়ে বনানী থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি দেখে পদক্ষেপ নেয়ার সময় অস্ত্রধারীরা তাকে লক্ষ্যকরে গুলিকরে ।উপয় পক্ষের গোলাগুলির সময় সালাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ র্যাব ও সোয়াত পুরো এলাকা ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে দুই পুলিশ ও একজন মাইক্রোবাস চালক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরো অনেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে।