গুজবে কান না দিতে সিদ্ধিরগঞ্জের ৬টি বিদ্যালয়ে পুলিশের প্রচারনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে ৯৯৯ নাম্বারে কল দিবেন অথবা পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জের ৬টি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সচেতনামূলক প্রচারনা চালিয়েছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি অফিসের নির্দেশে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে সিনিয়ির সহকারী পুলিশ সুপার এএসপি সালহ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ ও ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া।

২৪ জুলাই  বুধবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ কর্মসুচি চলে। প্রথমে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর পর্যায়ক্রমে আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীনারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয়, চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় ও গোদনাইল উচ্চ বিদ্যালয়ে প্রচারনা চালানো হয়। প্রতিটি বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সিনিয়ির সহকারী পুলিশ সুপার এএসপি সালহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ বলেন, গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে ৯৯৯ নাম্বারে কল দিবেন অথবা পুলিশের হাতে তুলে দিবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা লেখাপাড়া করছো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মত পুলিশ অফিসার হবে, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবে। কিন্তু যারা মাদক গ্রহণ করবে তারা সরকারী চাকরীতে ঢুকতে পারবে না। কারণ সরকার বর্তমানে চাকরীতে নিয়োগ দেওয়ার আগে সবার ডোপ টেস্ট চালু করেছেন। তাই যারা মাদক গ্রহণ করবে, তারা কোনদিন সরকারী চাকরী করতে পারবে না। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ নিতে হবে। সকলের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে।

ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া গুজবে কান না দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে আহবান জানান। এবং মসজিদের ইমাম মুসুল্লিদের অনুরোধ জানান ছেলে ধরা গুজবে কান না দিতে। তিনি আরো বলেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আইন হাতে তুলে নিলে মামলা হবে।

এছাড়া বুধবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গুজবে কান না দেয়ার জন্য থানার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

add-content

আরও খবর

পঠিত