গুগল ডুডলে নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশ তথা উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের আজ (২৮ জুলাই) জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিল বিশ্বের প্রধান সার্চ ইঞ্জিন গুগল। জন্মদিনের উপহার হিসেবে গুগল তাদের লোগোতে স্থান দিয়েছে ফিরোজা বেগমের প্রতিকৃতি।

ডুডল (লোগো) হিসেবে পরিচিত এই লোগো যুক্ত হওয়ায় আজ গুগল ডটকমে ঢুকলেই দেখা যাচ্ছে তরুণ ফিরোজা বেগম মাইক্রোফোন সামনে নিয়ে চোখবুজে গাইছেন। তাঁর পরনে শাড়ি, গলায় মালা, কানে ঝুমকো আর চুল বাঁধা বড় খোঁপায়। যা দেখলে যে কোনও সংগীতপ্রেমীদের মনে আনন্দ ছড়াবে।

শুধু তাই নয়, আজকের ডুডলে ক্লিক করতেই চলে আসছে ফিরোজা বেগমের বায়োগ্রাফি, তার গাওয়া গানের ভিডিও, ছবিসহ প্রায় সবকিছু।

ফিরোজা বেগমের জন্মদিন উপলক্ষে আগামী ৩০ জুলাই ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক তুলে দেওয়া হচ্ছে দেশের আরেক কিংবদন্তি রুনা লায়লার হাতে।

ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। ১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়।
১৯৬৭ সালে তিনি ঢাকায় ফিরে আসেন।

এ দম্পতির তিন সন্তান – তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। হামিন ও শাফিন- উভয়েই সংগীতের সঙ্গে যুক্ত আছেন সুনামের সঙ্গে।

তারও অনেক আগে মাত্র ১০ বছর বয়সে ফিরোজা বেগম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে গানের তালিম গ্রহণ করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে।

ফিরোজা বেগম যখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন তখন অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে ইসলামী গান নিয়ে তার প্রথম রেকর্ড বের হয়। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানেও কণ্ঠ দেন। এ রেকর্ডের গান ছিল- ম্যায় প্রেম ভরে, প্রীত ভরে শুনাও ও প্রীত শিখানে আয়া।

নজরুলসংগীত ছাড়াও ফিরোজা বেগম আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাতসহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর সংগীতের এই কিংবদন্তি চলে যান না ফেরার দেশে।

add-content

আরও খবর

পঠিত