নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটিতে আবারও আগুন জ্বলে উঠেছে৷ ফায়ার সার্ভিস মঙ্গলবার ভোর পাঁচটায় আগুন নিভিয়ে ফেলার কথা জানালেও দুপুর থেকে ভবনটির বিভিন্ন অংশে অল্প আগুন দেখা যায়৷ যা বিকেলের পর থেকে বাড়তে থাকে৷
সন্ধ্যা সাড়ে সাতটায়ও ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলাতে তীব্র আকারে আগুন জ্বলতে দেখা গেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন৷
সন্ধ্যা ছয়টায় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ভবনটির ভেতরে কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে৷ আমরা তা নেভাতে কাজ করছি৷ আগুন নেভানোর আগ পর্যন্ত ভবনটির ভেতরে প্রবেশ করা যাচ্ছে না৷ তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার কারণে ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ফলে হতাহতের বিষয়ে খোঁজ করতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না৷
এদিকে, ভোরে আগুন নেভানোর পর বিকেলের দিকে ভবনটিতে উদ্ধার অভিযান চালানোর একটি পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসের৷ ভবনটিতে প্রবেশ করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে গণপূর্ত বিভাগের এক্সপার্ট প্রকৌশলী” দলেরও সহযোগিতা চান ফায়ার সার্ভিস৷ তবে, দুপুরে গণপূর্তের একটি দল আসলে প্রচন্ড উত্তাপ ও কিছু অংশে আগুন জ্বলতে থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি৷
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম জানান, তাদের প্রকৌশলীদের একটি দল দুপুরে ভবনটি পরিদর্শনে আসেন৷ কিন্তু তখনও ভবনটিতে আগুন নিভে গেলেও অতিরিক্ত উত্তাপ থাকার কারনে ভেতরে প্রবেশ করতে পারেননি৷
বাইরে থেকে দেখেছি, আগুনের তাপে ভবনটির বিভিন্ন অংশ খসে পড়ছে৷ কয়েকটি স্থানে তখনো আগুন জ্বলছিল৷ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে৷ ফায়ার সার্ভিস জানিয়েছে, আগামীকাল মধ্যে তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হবেন৷ তখন আমরা পুনরায় এসে পর্যবেক্ষন করে ভবনটিতে ঢুকে উদ্ধার অভিযান চালানো যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দেবো৷