নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গাজী ইভেন্ট প্লানের আয়োজনে প্রথম বারের মত নারায়ণগঞ্জে হতে যাচ্ছে তিন দিন ব্যাপী ঈদ মেলা। পবিত্র ঈদুল আযহা-২০১৯ কে সামনে রেখে আগামী ১৬, ১৭, ১৮ জুলাই সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দ্যা গ্রান্ড হল রেস্টুরেন্টের ৭ তলায় (লিফট-৬) এ ঈদ মেলা অনুষ্ঠিত হবে। মেলার ৩য় দিন ১৮ জুলাই উপস্থিত থাকবেন বর্তমানের জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত।
এই জনপ্রিয় শিল্পী কে এর আগেও নারায়ণগঞ্জ এর সরকারি তোলারাম কলেজ এর নবীন বরন অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে তিনি তার সুরের মোহনায় ভক্তদের মাতিয়ে গিয়েছিল। এই শহরে রয়েছে তার অসংখ্য ভক্ত বৃন্দ। শাহরিয়ার রাফাত এর ভক্ত বৃন্দদের মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছে গাজী ইভেন্ট।
গাজী ইভেন্ট প্লানের আয়োজনে ঈদ মেলার মিডিয়া পার্টনার : নারায়ণগঞ্জ বার্তা ২৪। সাপর্টিং গ্রুপ : গার্লস নেটওয়ার্ক ও গার্লস ইউনিটি অফ নারায়ণগঞ্জ।