গরীব মানুষকে কম খরচে উন্নতমানের চিকিৎসা দিতে হবে : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরীব মানুষ যেনো কম খরচে চিকিৎসা সেবা পায় এ ব্যাপারে স্থানীয় বেসরকারী হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে।

১৯ জানুয়ারি শনিবার সকালে তারাব পৌরসভার মন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ বেসরকারী হাসপাতালের মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় বেসরকারী হাসপাতালের মালিক পক্ষ কম খরচে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে অঙ্গীকার করেন।

জেলা বেসরকারী হাসপাতালের মালিক সমিতির উপদেষ্টা আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফারুক ভূইয়া, সহসভাপতি ডা. হালিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ডা. রুহুল আমিন, মায়ের ছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত