নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিজস্ব তহবিল থেকে নাসিক ১৪ নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ঠা আগস্ট বুধবার বিকালে শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী (স্বপন চোধুরী)। খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, গরিব দু:খী মানুষের জন্য আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খুবই আন্তরিক। তিনি তার নিজস্ব তহবিল থেকে এ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ জানাই। আপনারা সবাই আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন তাকে সর্বদা সুস্থ রাখেন।
বক্তব্য শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাউল, ডাল, তেল, আটা, চিনি, লবন ও শিশু শিক্ষার্থীদের জন্য ২টি করে খাতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামসীতা মন্দিরের মহারাজ শ্যামল মহান্ত, লক্ষ্মী নারায়ণ মন্দিরের কর্তা দীপংকর, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক তাপস সাহা, শংকর বাবু, দিলীপ ও আনোয়ার হোসেনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শুভ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে আনোয়ার হোসেনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শুভ সাংবাদিকদের বলেন, ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুস্থ পরিবারের মাঝে আনোয়ার ভাইয়ের নিজস্ব তহবিল থেকে মোট ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে। গতকাল দেওভোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।