নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারাদেশ ব্যাপী চলমান কোভিড-১৯ গণটিকার তিনদিনে (২৭শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত) ১ কোটি গণটিকা প্রদানের লক্ষ্যে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলাতে গণটিকার ২য় ডোজের কাযর্ক্রম শুরু হয়েছে। ২৭শে মার্চ রবিবার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরা ওয়ার্ডের নিদিষ্ট টিকা কেন্দ্রে উপস্থিত থেকে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
টিকা উদ্বোধনকালে নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড এর কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, মহামারি করোনার সংক্রমণ এড়াতে সারাদেশব্যপী চলমান গণটিকার অংশ হিসেবে আজকে নন্দীপাড়া কার্যালয়ে কোভিড-১৯ গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত নিয়মিত টিকা চলবে। যারা প্রথম ডোজ টিকা এখান (নন্দীপাড়া) থেকে নিয়েছিলো, কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। আমার অফিস কেন্দ্রের প্রায় ৭৫০ টি ২য় ডোজ প্রদান করেছি, বাকি ওয়ার্ডের তথ্য এখনো পাইনি। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এদিকে বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, সারাদেশব্যাপী চলমান কোভিড-১৯ গণটিকার তিনদিনে (২৭শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত) ১ কোটি গণটিকা প্রদানের লক্ষ্যে প্রথমে দিনে টিকা কেন্দ্রগুলোতে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড় দেখা মিলে। তাছাড়া এদিকে দূর-দুরান্ত থেকে এসে র্দীঘ অপেক্ষা করে এবং লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে সাধারণ মানুষ। তবে ১৫ নং ওয়ার্ডে জিমখানা আলাউদ্দিন মাঠে দুপুরের মধ্যেই টিকা শেষ হয়ে যাওয়াতে দূর থেকে আগত ব্যাক্তিদের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়।
১৩নং ওয়ার্ডের একটি টিকা কেন্দ্রতে দায়িত্ব থাকা ভলেন্টিয়ার শাহাদাৎ হোসেন সিমন এবং স্বাস্থ্য কর্মীরা নারায়ণগঞ্জ বার্তাকে জানান, এই কেন্দ্র আজকে কোন ধরনের ঝামেলা ছাড়াই টিকা গ্রহণকারীরা টিকা গ্রহণ করেছে। সরকারি নিয়ম মেনেই আমরা স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করেছি।
তাছাড়া টিকা গ্রহণ শেষে সুমন নামে এক ব্যাক্তি বলেন, আলহামদুলিল্লাহ! করোনার প্রথম ডোজ শেষে আজ করোনার ২য় ডোজ সঠিকভাবে নিতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং স্বাস্থ্যবিধি মেনেই টিকা গ্রহণ করেছি। এখন পর্যন্ত টিকা নেওয়ার পর কোনো সমস্যা দেখা দেয়নি।
নাসিক ১৭নং ওয়ার্ড এর কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আমার ওয়ার্ডের আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ হাজার ৭ শত ২৬ জন ব্যাক্তিকে ২য় ডোজ টিকা প্রদান করেছি। করোনা নিয়ে কোনো প্রকার ভয় নেই তাই আমি সকলকে বলতে চাই সরকারি নিয়ম মেনে আপনারা সবাই টিকা গ্রহণ করবেন। সামনে আমরা আরো বেশি মানুষকে টিকা প্রদান করতেও প্রস্তুত আছি।