নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবিএম সিরাজুল মামুন। আজ ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিস থেকে এবি এম সিরাজুল মামুন এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হুসাইন, মুফতি আব্দুল গনি, নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের মিডিয়া সম্পাদক জাহিদ হাসান সহ প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে এবার ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।