খালেদা জিয়ার জামিনে এটিএম কামাল এর দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চার মাসের জামিন পাওয়ায় দোয়ার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (১২ মার্চ) জামিনের আদেশ হবার পর শহরের মিশনপাড়াস্থ সোনারগাঁ ভবনে এ দোয়ার আয়োজন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় সহ খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, গার্মেন্টস শ্রমিক দলের জেলার সভাপতি নূর মোহাম্মদ, গোগনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়াজী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু,ওপেল, রাব্বী প্রমূখ।

উল্লেখ্য, চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বকশি বাজার অস্থায়ী আদালতে খালেদা জিয়াকে ৫ বছর কারাদন্ডের পাশাপাশি ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।

add-content

আরও খবর

পঠিত