খালেদা জিয়াকেও আম পাঠিয়েছে পাকিস্তান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) :  পাকিস্তান সরকারের পক্ষ থেকে আম উপহার পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২রা আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকার পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে খালেদা জিয়ার বাসায় এসব আম পৌঁছে দেয়া হয়েছে। বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে বলেন, শুধু পাকিস্তানের পক্ষ থেকে আম নয়, জাপান থেকে চকলেট দেয়া হয়, সৌদি আরবের পক্ষ থেকে খেজুর, রাশিয়া, ইন্ডিয়া, ইউরোপসহ বিভিন্ন দূতাবাস থেকে উপহার আসে। সেটা শুধু বিএনপি বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য না, এটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের কাছেও পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকেও ঢাকার সকল দূতাবাসে এবং আন্তর্জাতিক সংস্থায় উপহার পাঠানো হয়। বিভিন্ন সিজনে এসব ফলমূল পাঠানো হয়। পহেলা বৈশাখে পিঠাপুলি, যদি কোনো দূতাবাস বা সংস্থায় নারী থাকেন, ক্ষেত্রবিশেষে সেখানে শাড়িসহ নানা উপহার পাঠানো হয়। এগুলো মূলত সৌজন্যতার অংশ।

তাছাড়া সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উপহার হিসেবে আম পাঠায় পাকিস্তান।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা আম পাঠিয়েছে।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুত্র : জাগো নিউজ।

add-content

আরও খবর

পঠিত