খালাতো বোনের হত্যার দায়ে ১০ বছর পর গ্রেফতার তৌহিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে খালাতো বোন এর হত্যা মামলার দায়ে ১০ বছর পলাতক থাকার পর তৌহিদ (৪০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ জানুয়ারি রবিবার ফতুল্লা থানাধীন সস্তাপুর (ফকির গার্মেন্টস) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। ৯ জানুয়ারি সোমবার র‌্যাব ১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৩ সালে ১লা মে বন্দর থানাধীন নবীগঞ্জে আপন খালার সাথে টাকা লেনদেনের জের ধরে খালাতো বোনকে নিজ বাড়িতে খুন করার উদ্দেশ্যে ধাতব বস্তু দিয়ে গুরুতর জখম করে হত্যা করে। এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০১(০৫)১৩, ধারা-৩০২/৩২৬/৩০৭। গ্রেফতারকৃত আসামী ওই হত্যা মামলার একমাত্র এজাহারনামাীয় আসামী ছিলেন।

এদিকে, হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর দীর্ঘ ১৮ মাস জেল খাটে। তারপর পরবর্তীতে জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২০১৬ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত