নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে উম্মে হানী (২৪) নামে এক গৃহবধূকে খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বুরবুরিয়ারটেক এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় ছনপাড়া এলাকার তুহিনের স্ত্রী। এ ঘটনায় স্বামী তুহিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপার্দ করেছে। সে ওই এলাকার নুর ইসলামের ছেলে।
এদিকে মেয়েকে হত্যার অভিযোগ এনে নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাদী থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ্য করেন, পাঁচ বছর আগে ছনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে তুহিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় উম্ম হানীর। এরই মধ্যে তাদের সংসারে দুই সন্তানের জম্ম নেয়। কিন্তু ৯ মাস আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন তুহিন। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।
তিনি মামলায় আরও উল্লেখ্য করেন, এক লাখ টাকা যৌতুক দাবী করে ২৮ ডিসেম্বর উম্মে হানীকে তার বাবার বাড়ি স্থানীয় বুরবুরিয়ারটেকে পাঠিয়ে দেয়া হয়। দাবীকৃত টাকা না দিলে তার সঙ্গে আর সংসার হবে বলেও সাফ জানিয়ে দেয় তুহিন। ৩ জানুয়ারি বিকালে সে তার ছোট মেয়ে ইকরাকে চিকিৎসক দেখানোর নাম করে উম্মে হানীকে সঙ্গে নিয়ে ছনপাড়ায় নিয়ে আসে। পরে রাতে তাকে ফুসকার সঙ্গে কীটনাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। এতে তার মৃত্যু হয়।
এজাহারে উল্লেখ্য বিবরণ থেকে আরও জানা যায়, নিহত উম্মেহানীর লাশ পরে তার বাবার বাড়িতে উঠানে ফেলে পালানোর সময় তুহিনকে আটক করে এলাকাবাসী।
আড়াইহাজার এস আই হুমায়ন জানান, মনে হচ্ছে খাবারের সঙ্গে বিষাক্ত কোন পর্দাথ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিহতের স্বামীকে এলাকাবাসী আটক পুলিশে সোপর্দ করেছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।