খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পুনরুদ্ধার করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০১০ সালে আন্তজার্তিক বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু  আজকে ৯ বছরের মাথায় এসে যা দেখলাম তা অত্যন্ত দুঃখজনক।  স্টেডিয়ামের বেশিরভাগ অংশই প্রায় খেলা অনুপোযোগী হয়ে গেছে। বিশেষ করে প্রেক্টিসের যে মাঠটি রয়েছে সেটা তো পানি নিচেই পরে আছে। এছাড়া বেশি বৃষ্টি হলে স্টেডিয়ামের ভেতরে এমনকি মাঠেও পানি জমে যায়। ধীরে ধীরে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। আমরা এ মাঠটিকে পুনরুদ্ধার করতে চাই। শনিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইতিমধ্যেই বুয়েটের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তাদের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। তাদের কার্যক্রম শেষে আমাদের কাছে যে সকল দিক উপস্থাপন করবে আমরা সে আলোকেই মাঠটি সাজাবো। আমরা এ মাঠটিকে ঢেলে সাজানোর চিন্তা করছি। সেই ২০১০ সালে চিত্র পুনরুদ্ধার করতে চাই। আমরা এ স্টেডিয়াম নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সেই লক্ষ্যেই আমাদের আজকের এ আয়োজন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছে সরকার। তাই পূর্বাচলে আমরা অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছি। পাশাপাশি কক্সবাজারেও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি।

বিএসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর আহমেদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী  মো. নিজামউদ্দীন চৌধুরী সুজন, নাজমুল আবেদীন,ক্রীড়া পরিষদের সচিব মাকসুদ করিমসহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত