নারায়ণঞ্জ বার্তা ২৪ : স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় অন্ধ সংস্থা ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-১১। ১৪ই আগস্ট শনিবার নারায়ণগঞ্জের ফতুলার দেলপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লার পূর্বলামা পাড়া সাহা কদম বোর্ড মিল এবং ফতুল্লা থানাধীন ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ত্রান বিতরণ করা হয়। এ সময় ৩২০ প্যাকেট খাদ্য সামগ্রী মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্বার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্বার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। এছাড়াও এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে র্যাব সবসময়ে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।