ক‌রোনার সু‌রক্ষা সামগ্রী নি‌য়ে সংঘ‌র্ষে শিশু সহ সাতজন টেটাঁবিদ্ধ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শিশু সহ ৭ জন টেটা বিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার কালাপাহা‌ড়িয়া ইউ‌নিয়‌নের রাধানগর গ্রামে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম মেম্বার ও তাজি মাদবরের গ্রুপের মধ্যে সংঘর্ষ  হয়। এর আগে তাদের মধ্যে মাস্ক ও সাবান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ইব্রাহিম মেম্বারকে করোনা প্রতিরোধে সাবান, মাস্ক না দিয়ে স্থানীয় চেয়ারম্যান স্বপন দেয় তাজি মাদবরকে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় সোমবার সকালে। আহতদের মধ্যে শেখ ফরিদ ও নাদিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। টেটা বিদ্ধ নাদিয়া তাজি মাদবরের লোক বলে জানা গেছে। সে ওই গ্রামের জোহর আলীর মেয়ে।

এব্যাপার আড়াইহাজার থানার এসআই শামীম সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। থানায় কোনো লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত