নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, ক্ষমতাসীনদের লালসার আগুনে পুড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন সৃষ্টির শুরু থেকেই ক্ষমতাসীন দলের কালো ছাঁয়ার প্রভাবে সিটি কর্পোরেশন এলাকা সমূহে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। টেক্সসহ অপরাপর কর বৃদ্ধি পেলেও নাগরিক সুবিধা বৃদ্ধি পায়নি। একটু বৃষ্টি এলেই পূর্বের ন্যায় এখনও শহরসহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পরে। তিনি বলেন, উন্নয়নের নামে কিছু রাস্তা-ঘাট নির্মাণ কাজ শুরু হলেও এখন পর্যন্ত তাও যান চলাচলের উপযোগী হয়ে উঠেনি। দেশের স্বনামধন্য এই সিটি কর্পোরেশনটি এ রকম ফ্রি-স্টাইলে চলতে পারে না।
আবু হাসান টিপু বলেছেন, সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও আদর্শ ও নীতিনিষ্ঠ রাজনীতি ও রাজনীতিকদের দুর্বলতার কারণে গোটা নারায়ণগঞ্জ জুড়ে আজ রাজনৈতিক দুর্বৃত্ত ও রাজনৈতিক মাফিয়াদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতি এখানে জনসেবা আর দেশসেবার পরিবর্তে ব্যাক্তি প্রতিষ্ঠার প্রধান বাহনে পরিণত হয়েছে। জনগণকে দেবার পরিবর্তে রাজনীতিকদের বড় অংশ এখন নেবার প্রতিযোগিতায় লিপ্ত।
তিনি বলেন, এ অবস্থার বিপরীতে দাড়িয়ে নারায়ণগঞ্জের বাম-প্রগতিশীল, দেশ প্রেমিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতন্ত্রমনা ব্যক্তি ও দলসহ সর্বস্তরের মুক্তমনা মানুষ এবং শ্রমিক-কৃষক ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের বাসযোগ্য একটি সুখি ও সমৃদ্ধশালী আধুনিক সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হতে হবে। ২৪ আগস্ট বুধবার বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক শ্রমিকনেতা শহিদুল আলম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির অন্যতম নেতা রাশিদা বেগম, জাহাঙ্গীর খোকন, শ্রমিকনেতা মোক্তার হোসেন, আইউব আলী, মুক্তা বেগম, তিথি সুবর্ণা প্রমূখ।