নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল আবাহনী ক্রিড়াচক্র প্রতিষ্ঠিত করে, দেশে আধুনিক ফুটবল খেলার সূচনা করেছিলো। তার ঘনিষ্ঠজন ছিলেন আমার বড় ভাই নাসিম ওসমান। তখন তিনিও নারায়ণগঞ্জের ক্রিড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তরুণদের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন প্রথম আবহনী ক্লাব। ওই সময় খেলাধূলাতে ব্যপক সুনাম অর্জন করেছিলো নারায়ণগঞ্জ।
শুক্রবার (২ নভেম্বর) বিকালে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে পৌর স্টেডিয়ামে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী খেলায় শুকতারা যুব সংসদ ৩-০ শূণ্য গোলে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে। লীগের প্রথম হ্যাটট্রিক করেছে শুকতারা যুব সংসদের আরিফ। খেলায় নিজেদের আধিপত্য বজায় রেখে শুকতারা খেলেছে। মাঠ ভর্তি দর্শক খেলা দেখে তৃপ্ত না হলেও বহুদিন পর ফুটবল মাঠে গড়িয়েছে বলে তারাও বিকেলটা আনন্দে কাটাতে পারবে বলে সন্তোষ প্রকাশ করেছে। খেলা শুরু হওয়ার ক্ষণিক আগে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটলেও তা কেটে যায়। শুকতারার আক্রমণগুলি বেশিরভাগ হয়েছে মাঠের বাদিক থেকে। ঝিন্টু ওভারল্যাপ করে বারবার ব্রাদার্সের ডিফেন্স ভেঙ্গেছে। মাঝমাঠ ছিল জমাট। বিপরীতে ব্রাদার্স আক্রমণে গেলেও ফলপ্রসু হয়নি অভিজ্ঞতার অভাবে। প্রথম গোল খেয়ে গোল শোধে সুযোগ পেয়েও নষ্ট করেছে রাব্বির অপরিপক্কতায়।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপির চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল,বক্তাবলী ইউপির চেয়ারম্যান এম. শওকত আলী এবং এনায়েতনগর ইউপির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
তিনি আরো বলেন, আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে গত আট বছর যাবৎ নারায়ণগঞ্জে কোন লীগ অনুষ্ঠিত হয়নি, কিন্তু আজকে হচ্ছে। আর এই খেলা অনুষ্ঠিত হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি। আমাদের নারায়ণগঞ্জ জেলা একসময় বিভিন্ন খেলাধুলায় এগিয়ে ছিলো, সেই সাথে ছিলো ফুটবল খেলার ঐতিহ্য। তাই আমাদের জেলাকে খেলাধুলায় আরো এগিয়ে নিতে আমি সর্বাত্মক সহযোগীতা করবো। খেলাধুলা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখে। তাই ছেলেমেয়েদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে। দর্শকদের মাঠে খেলা দেখতে আসতে হবে। যেন খেলোয়াড়রা উৎসাহ পায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াছিন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি কে.ইউ আকসির,আলহাজ¦ খবির আহমেদ,এজেডএম ইসমাইল বাবুল,অতি. সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস,ডিএফএ’র সহ সভাপতি মো. মুক্তার হোসেন ও শহীদ হোসেন স্বপন, কোষাধ্যক্ষ মো. রবিউল হোসেন,সদস্য গোলাম গাউছ,নেয়ামত উল্লাহ,জসিম উদ্দিন,মেহেবুবুল হক তালুকদার টগর, সাবেক সহ সভাপতি এস এম সালাউদ্দিন। টুর্ণামেন্টে শুকতারা যুব সংসদের হয়ে খেলেছে উজ্জল, জুয়েল (শরিফ), শিমুল, সাইফুল, ঝিন্টু, ডালিম, রফিকুল, কমল, আরিফ, হুমায়ুন(তানভীর), মিজানুর (পাভেল)। ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছে নাজমুল(হানিফ), আদিল, জাকির, শাওন, রাব্বি, আল আমিন (ফরিদ), মিরাজ, অনিক, রাহাদ, সোহাগ (শাওন), আনন্দ (রোমান)।