নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের গাড়ি থেকে গুলি, বিদেশি মদ ও ইয়াবাসহ তাঁর গাড়ি চালক সুমনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে বিসিবি পরিচালক শওকত আজিজ রাসেল (৩৯) ওরফে পারটেক্স রাসেল এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় বিসিবি পরিচালকের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে। শনিবার ( ২রা নভেম্বর ) বিকেলে পুলিশ সুপার হারুন অর রশিদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে একটি গাড়ী (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৩৭৫) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক ২৮ রাউন্ড গুলি, ১২শ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ, ২৮ ক্যান বিয়ার, নগদ ২২ হাজার ৩৮০ টাকাসহ গাড়ি চালক সুমন (২৯) কে আটক করা হয়। এদিকে শওকত আজিজ রাসেলের স্ত্রী ফারাহ রাসেল (৩০), ছেলে আনাব আজিজ (১৯) কে পরে পুলিশ সুপার কার্যালয় থেকে চলে যেতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাতে পুলিশ সুপারকে ঢাকার বাসায় নামিয়ে দিয়ে দেহরক্ষী নাজমুল রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে মগবাজার ফ্লাইওভারে যানজটে পড়েন। সেখানে গাড়ির হর্ন বাজালে সামনের গাড়ি থেকে একজন নেমে এসে নাজমুলের গাড়ির কাঁচে জোরে আঘাত করতে থাকেন। জানালার কাঁচ নামালে নাজমুলের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দেয় আমি পারটেক্স রাসেল।
তারপর নাজমুল পুলিশ সদস্য বুঝতে পেরে তাঁকে ছেড়ে দেয়। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তাঁর নির্দেশে রাসেলের পিছু নেয় পুলিশ। নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় রাত সাড়ে ৩টার দিকে রাসেলের গাড়ি আটকায় পুলিশ। এ সময় গাড়ি থেকে গুলি, বিদেশি মদ ও ইয়াবা বড়িসহ তার গাড়িচালক সুমনকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে তখন রাসেল ছিল না দাবী পুলিশের।