নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক) : ক্যান্সার আক্রান্ত জাহনারা বেগম এর চিকিৎসা সহযোগীতায় পাশে দাড়াঁলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযুদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। তার নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা জাহনারা বেগমের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করার জন্য অনুদান দেন তিনি। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ভিক্টোরিয়া হাসপাতালে এ আর্থিক অনুদান হস্তান্তর করেছেন তার কর্মী সমর্থকরা্।
জানা গেছে, র্যালী বাগান বাসিন্দা জাহনারা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে আর্থিক সমস্যার কারণে চিকিৎসাসহ তার নিজের চলাও কষ্টকর হয়ে পড়েছিল। এ বিষয়টি আজমেরী ওসমান অবগত হলে জাহানারাকে সহযোগীতায় এগিয়ে আসেন। এছাড়া ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান তার কর্মী সমর্থকরা।
এ বিষয়ে র্যালী বাগান এর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আমাউন্নাহ আমান বলেন, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান সাহেব সব সময় র্যালী বাগানের বাসিন্দাদের সুখ দু:খে থাকতেন।সে ধারাবাহিকতায় তার একমাত্র ছেলেও আমাদের পাশে দাড়িঁযেছে। এতে আমরা অত্যন্ত খুশি। তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, র্যালী বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর , আরিফ, মুকিত, তানিম মাহাদী, সোহাদ হোসেন বানটি, সৈয়দ মাহবুব অভি, কাজল, ফারুক, কাউসার, রবিন, নাহিদ, ইস্তু, সোহাগ, লালন, নাইম, সনেট, কাউসারসহ অনেকেই।