নারায়নগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি আলহাজ্ব নুরুল করীম কাসেমী বলেছেন, একজন প্রকৃত মুসলমানের উচিৎ আল্লাহর রাস্তায় দান করা। ইসলামের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়াই মুমিনের কাজ। কোরআন ভিত্তিক জীবন গড়ে তুলতে পারলে ইহকাল ও পরকালে মানুষের কল্যান। ফতুল্লার কোতালের বাগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) রাতে আলহাজ্ব আ. মান্নান ফায়েজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসায়,কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আয়োজিত পরীক্ষায় কোতালের বাগস্থ আলহাজ্ব আঃ মান্নান ফায়েজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী সাফল্য অর্জন করে। এ উপলক্ষ্যে মাদ্রাসার পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধণার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি আলহাজ্ব নুরুল করীম কাসেমী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে,বিশ্বাস গ্রুপের চেয়ারম্যান ও মাদ্রসার নির্বাহী মোতোয়াল্লী মোহাম্মাদ সুমন হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে,আলহাজ্ব মো.নাহিদ হাসান সবুজ,মাওলানা মুফতি আব্দুর রব ফারুকী,হাফেজ মাওঃ শাহ আলম কাঁচপুরী,আলহাজ্ব মো. জসিম উদ্দিন কন্ট্রাক্টার,আলী হোসেন কাজল মাষ্টার,আলহাজ্ব মাওলানা মুফতি ফায়জুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন, আলহাজ্ব মুফতি মাসুদুল হাসান নূরী।
প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন,কোরআন যে আল্লাহর বানী এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। ৩০ পারা কোরআন একজন হাফেজ মুখস্ত করতে পারেন,আল্লাহর রহমতের কারনেই। পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ এভাবে কেউ মুখস্ত করতে পারেন না। এই মাদ্রসার শিক্ষার্থীরা কোরআন শিক্ষাবোর্ড আয়োজিত পরীক্ষায় যে সাফল্য দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
বক্তব্যে মাদ্রসাসার নির্বাহী মোতয়াল্লী মোহাম্মদ সুমন হোসেন বলেন,মাদ্রাসার হাফেজ ছাত্রদের শিক্ষার মানোন্নয়নে যা যা করনীয় তা করা হবে। হাফেজরা ভালভাবে কোরআন শিক্ষা করে যাতে ইসলাম প্রচার করতে পারে সেজন্যও মাদ্রাসার বিভিন্ন সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে। এই মাদ্রাসার তৃতীয় তলা ভবন হাফেজ ছাত্রদের জন্য আধুনিকভাবে গড়ে তোলা হবে।