নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কৃষিবিদ দিবস-২০১৮ পালন উপলক্ষে না.গঞ্জ জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি সকাল ১০টায় না.গঞ্জ জেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে না.গঞ্জ লিংক রোডের কিছু অংশ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এবং জেলা প্রাণীসম্পদ কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ এর উপ পরিচালক মোহাম্মদ আব্বাসউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলার কৃষি ইনস্টিটিশনের অধ্যক্ষ মোঃ কবির হোসেন।
না.গঞ্জ কৃষিবিদ ইনস্টিটিউশনের মহা সচিব মোঃ মুরাদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ তপন কুমার পাল প্রমূখ। এ সময় বিভিন্ন উপজেলার প্রাণীসম্পদ, কৃষি ও মৎস্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।