কুড়িপাড়া বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে বন্দরের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে জাকজমক ও অনাড়ম্বর ভাবে অভিভাবকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এ বছরের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক শিক্ষক সমিতির সৌজন্যে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবী অভিভাবক সহ আগত সকল সূধী মহলের। উক্ত সমাবেশে অত্র স্কুলের পিটিএর সভাপতি মোঃ মহিউদ্দিন মহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল, পিটিএর সহ-সভাপতি ও ২৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম আল মামুন, পিটিএর সদস্য ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, রুকুনুজ্জামান, আনোয়ার হোসেন, মজিবুর রহমান ও দাতা সদস্য আঃ রহিম, মাহবুবা আক্তার, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম, শিক্ষক সদস্য শাহ গোলাম রব্বানী, পিটিএ কমিটির সদস্য সচিব তায়ফুর রহমান বাবুল ছাড়াও স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,অসংখ্য অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উক্ত শিক্ষক সমাবেশে কাউন্সিলর সিরাজ, পিটিএ সহ-সভাপতি সাইদুল ইসলাম আল মামুন ও পিটিএর সদস্য ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ুম তাদের বক্তব্যে জানান যে, সু-শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন হয় না। অত্র স্কুল এ বছরের এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে এবং এ সাফল্য ধরে রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, আর এ জন্য অভিভাবকরা আরও বেশী সচেতন ও পরিশ্রম করতে হবে। আপনাদের যে কোন পরামর্শ সাদরে গ্রহন করা হবে। স্কুলের মেয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হলে আমাদের জানাবেন, আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিব। স্কুলে বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করছে। শিক্ষার উন্নয়নে এ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং যে সকল শিক্ষার্থী টানা ৩ দিন অনুপস্থিত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার প্রসারে আপনাদের সাথে নিয়ে আরও ভালো ভালো সিদ্ধান্ত নেয়া হবে। অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানানোর পাশাপাশি সর্বদা সকলে স্কুলের পাশে থেকে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আহবান জানানো হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত