কুতুবপুরে হাফিজিয়া মাদ্রাসার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর শরীফবাগ ইসলামিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ক্রীড়া বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জানুয়ারী মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত মাদ্রাসার সাধারন সম্পাদক আব্দুল আউয়ালের সভাপতিত্বে কুতুবপুর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন হাওলাদার সাধারন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমানে তরুন সমাজ ধ্বংসের জন্য মাদক যথেষ্ট। মাদক সংগ্রহ করা সহজলভ্য হওয়ায় স্কুল কলেজের তরুন ছাত্র ছাত্রীরা অতি সহজেই মাদকের দিকে জুকে পড়ছে। মাদক সেবনের ফলে সম্ভাবনাময় তরুন সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তবে সাধারন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক থেকে দূর থাকার একমাত্র উপায় খেলাধুলা। খেলাধুলার মধ্যে থাকলে মাদক সম্পর্শ করতে পারে না। সে সাথে পড়াশুনার পাশাপাশি সাধারন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে আলাউদ্দিন হাওলাদার বলেন, সন্তানদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার জন্য বিশেষ নজর দিতে হবে। কোন ভাবেই যাতে আমাদের সন্তানেরা খারাপ ছেলেদের সাথে চলাফেরা না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান তপন, আঃ মালেক (১), আঃ মালেক (২), উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোক্তার হোসেন, কবীর হোসেন, মোঃ ফারুক, মোঃআসিফ, হাজ্বী মোঃ তাজউদ্দীন, মোঃ হাফিজুর রহমানসহ স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত