নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে আলোচিত মিশুক চালক কায়েস হত্যার মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৩ অক্টবর) ভোর রাতে ফতুল্লা থানার তল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন বন্দর উপজেলার তিনগাঁও ভদ্রসন এলাকার নাসির উদ্দিন ওরফে বিটল মিয়ার ছেলে। র্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত লিমনকে সোমবার দুপুরে বন্দর থানা পুলিশে সোর্পদ করলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মেহেদী হাসান ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। যার মামলা নং- ৩(১০)২২।
র্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পনী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ এক এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার ও অপরাধ দমনসহ আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছে। গত ১ অক্টোবর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদি এলাকা থেকে হাত পা ও মুখ বাধা জবাইকৃত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় নিহত মিশুক চালকের মা শারমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে উল্লেখিত হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য র্যাব-১১ সোমবার ভোর রাতে ফতুল্লা থানার তল্লা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশুক চালক কায়েস হত্যা মামলার মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন (২০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।