কায়সার হাসনাতের অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন উদ্ধোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি, রুবেল মিয়া ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের (নারায়ণগঞ্জ -৩) সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের উদ্ধোধন করা হয়েছে। আজ ৩১শে জুলাই শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।

সাবেক এ সাংসদ জানান, করোনা শুরু পর থেকে আওয়ামীলীগের সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার দ্রারিদ্র জনগোষ্টীর মাঝে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরজ্ঞামাদি সরবরাহ শুরু করেছি। এখনও করছি। ভবিষ্যতেও করে যাবো। করোনা শুরু হবার পর থেকে দেখে আসছি শুনে আসছি অক্সিজেনের জন্য অনেক লোক মারা যাচ্ছে। সোনারগাঁয়ে শুনেছি অনেক মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেকে আবার অক্সিজেনের জন্য ঢাকায় যাচ্ছে সেখানে গিয়েও অক্সিজেন পাচ্ছে না। সেসব মানুষের কথা চিন্তা করে আমি অনেক দিন ধরেই ভাবছি আমার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের কার্যক্রম চালু করলাম।

এ সময়  উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, পৌর মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, পৌর মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ, ইসমাইল আল মামুন, পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত