কারাগার থেকে বেরিয়ে দুলাল : সুনাম নষ্ট করতে এই ষড়যন্ত্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জেলা ও দায়রা জজ কোর্টে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন  ফেন্সিডিলসহ আটক হওয়া ডিবি পুলিশ কতৃক আটক মাদক মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

৫ আগস্ট সোমবার বিকাল ৫ টায় জামিনে জেলা কারাগার থেকে বের হয়ে আসেন। তাছাড়া এ মামলায় আটককৃত পাঁচ আসামিদেরকেও জামিন মঞ্জুর করেছেন আদালত । জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন বলে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় কাউন্সিলর দুলাল প্রধান বলেন, আমার দলের ভিতরে একটা অংশ যাদের জামাত কানেকশন আছে। এবং দলের বাইরে একটা অংশ যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্রের মাধ্যমে আমার সুনাম নষ্ট করতে এই ঘটনাটি ঘটিয়েছে। তাছাড়া এই ঘটনার বিস্তারিত বাকি সব তথ্য পরে জানতে পারবো।

প্রসঙ্গত, গত ১লা আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে নাসিক কাউন্সিলর দুলাল ও তার ৫ সহযোগীদের ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় কাউন্সিলর দুলালকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার অন্য আসামিরা হলো, কামাল হাসান, মনির হোসেন মনু, তানভীর আহম্মেদ সোহেল, মো. মজিবর রহমান ও গাড়ি চালক কালন।

add-content

আরও খবর

পঠিত