কারাগারে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার ভাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হামলার ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন তার ভাই সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। ১৪ জুন মঙ্গলবার পূর্ব নির্ধারিত তারিখে আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাত বেগমের আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে হামলার ঘটনায় ১০ জন আহত হয়। গত ২৮ মার্চ স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে বিকেলে প্রতিপক্ষ প্রার্থী তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নির্বাচনে সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিকসহ ১০ জন আহত হয়। হামলার ঘটনায় আহত সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিকের ছোট ভাই মো. আব্দুল হাই বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এতে হাজী সাদেক আলী, মোহাম্মদ আলী হোসেন, মো. জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে হাজির হলে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।

add-content

আরও খবর

পঠিত