কারাগারে এড. সাখাওয়াত, মনোনয়ন নিলেন স্ত্রী !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কারাবন্দি মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার ( ২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকতা আতাউর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্ত্রী এড. শামীম খান।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এড. শামীমা খান সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার (সাখাওয়াত) পক্ষে আমার সাক্ষাতকার গ্রহণ করেছে। কেন্দ্রে সাখাওয়াত সাহেবের কথা বিবেচনায় রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাড. সরকার হুমায়ূন কবির, অ্যাড. আনোয়ার প্রধান ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত