কাফনের কাপড় পরিহিত শ্রমিকদের উসকিয়ে দিচ্ছে কারা ?

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে চিকিৎসা ক্ষেত্রে ইতমধ্যে ব্যপক সাড়া ফেলেছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। আর যেখানে কর্তৃপক্ষ কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ (কিমস কেয়ার) নামক ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জ বাসীর মঙ্গলে কাজ করছে। সেখানে হঠাৎ করেই কিছু বিচ্ছিন্ন ঘটনা যেন সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের কারণ হয়ে উঠেছে। আর তারই উদাহারণ শ্রমিকদের আন্দোলনে নামতেই প্রথম দিনেই কাফনের কাপড় পরিহিত বিক্ষোভ ও দাবী আদায়ের নামে যেন হুমকী !

সম্প্রতি নারায়ণগঞ্জে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড এর জুট প্রেসে কর্মরত শ্রমিকদের উচ্ছেদের পূর্বে পূণর্বাসনের দাবিতে মাঠে নেমেছে প্রকৃত কজনের পাশে ছদ্মবেশী শ্রমিকরা। তবে সে শ্রমিকদের পিছন থেকে এসব বুদ্ধি দিচ্ছে কে ? আর কারাই বা ইন্ধন দিয়ে উসকিয়ে দিচ্ছে ? অথচ যেখানে ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগ নিয়ে শ্রমিকদের চলতি মাসের মধ্যে বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছিল।

গত ২৯ই মে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু সড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। কুমুদিনীর জুট প্রেসে কর্মরত প্রায় তিন শতাধিক নারী পুরুষ শ্রমিক এই কর্মসূচীতে অংশ নেন বলে তাদের দাবী। এ সময় কয়েকজন শ্রমিক নেতাকেও নেতৃত্ব দিতে দেখা গেছে। পূণর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ শেষে কাফন মিছিল করেছেন ।

এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, খানপুর এলাকায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট অব বেঙ্গল লিমিটেড এর জুট প্রেসে প্রায় ৭শ পরিবার বংশ পরম্পরায় সত্তুর বছর যাবত র্কমরত ও ট্রাষ্টের জায়গায় ব্যক্তিগত অর্থ দিয়ে ঘর তুলে বসবাস করে আসছেন। তবে হাসপাতাল করার উদ্যোগ নিয়ে শ্রমিকদের চলতি মাসের মধ্যে বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘোষণা দেন। এতে তারা ক্ষতিগ্রস্থ। তবে উচ্ছেদের পূর্বে তারা পূণর্বাসন চান। একই সাথে শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়ার দাবি করেন তারা। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পূণর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করলে কাফনের কাপড় পড়েই সড়ক অবরোধসহ রাজপথে অনশন ও অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন শ্রমিকরা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রস্তাবিত ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

add-content

আরও খবর

পঠিত