কাটা পড়া কেবল জোড়া লাগানোর ফলে গতি ফিরে পেল ইন্টারনেট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : পটুয়াখালীর কলাপাড়ায় বালু তুলতে গিয়ে কাটা পড়া সাবমেরিন কেবল জোড়া লাগানো হয়েছে। এর ফলে দেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে এসেছে। আগস্ট রবিবার রাতে সাবমেরিন কেবল জোড়া লাগায় বাংলাদেশ ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)

কলাপাড়ায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. তরিকুল ইসলাম বলেন, এখন ইন্টারনেটের গতি আগের মতো হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে রবিবার সকাল ১০টা থেকে ১১টার কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলা পাড়ায় মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটতে গিয়ে সাবমেরিন কেবল কাটা পড়েছিল। এরপর দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেটের ধীর গতির সমস্যায় পড়েন।

তরিকুল ইসলাম রবিবার ঘটনার পর জানিয়েছিলেন, লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার নিয়োজিত শ্রমিকেরা পাশের একটি জমির চারদিকে বাঁধ দিচ্ছিলেন। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তোলার সময় কেবলটি কেটে ২০ ফুট ওপরে উঠে যায়।

বিষয়ে উদ্দিন মোল্লা বলেন, সেভেন স্টার নামের একটি বেসরকারি সংস্থা ওই এলাকায় জমি কিনেছে। তাদের অসাবধানতায় তারটি কেটে যায়।

দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএএমইডব্লিউই) দিয়ে দেশে ব্যবহৃত ইন্টারনেটের ৪০ শতাংশের মতো ব্যান্ডউইডথ্ আসে। কেবলের ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কলাপাড়ায়।

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল সিমিউই যুক্ত হয়। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সিমিউই সাবমেরিন কেবলে যুক্ত হয়। এর মাধ্যমে সাউথইস্ট এশিয়ামিডলইস্টওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে হাজার ৫০০ গিগাবাইট (জিবি) গতির ব্যান্ডউইথ পায় বাংলাদেশ।

add-content

আরও খবর

পঠিত