কাউন্সিলর হওয়ার জন্য রাজনীতি করি না : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও নাসিক ২২ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদ বলেছেন, আমি কাউন্সিলর হওয়ার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। আমি কাউন্সিলর হই বা না হই আমি সব সময় আপনাদের পাশে থাকবো, ইনশা আল্লাহ। ১৮ই জুন শুক্রবার আমিন আবাসিক এলাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো. শাহীন সরকারের চেহলাম অনুষ্ঠান পূর্বে স্থানীয় পঞ্চায়েত ও বাড়িওয়ালাদের সাথে আলাপচারিতাকালে এসব কথা বলেন খান মাসুদ।

অনুষ্ঠানে যাওয়ার সময় পথরোধ করে খান মাসুদকে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করতে তাকে উৎসাহিত করেন আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় শান্তি প্রিয় বাড়িওয়ালা।

খান মাসুদ আরও বলেন, কাউন্সিলর হওয়ার আমার কোন ইচ্ছে নেই তবে আপনারা যদি চান এবং আমার অভিভাবক জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ভাই যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইনশা আল্লাহ নির্বাচন করবো। এলাকায় শান্তিতে বসবাস করার জন্য আমার পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমাকে বলবেন আমি তা করবো। কোন উশৃংখল, সন্ত্রাসীদের এখানে স্থান হবে না। সে যার লোকই হোক। যদি কেউ আমার নাম ভাঙিয়ে কোন অপরাধ সংঘটিত করে তাকে আটকে রেখে আমাকে খবর দিবেন আমি নিজে আইনগত ব্যবস্থা নিব। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন আশু খান, সহ-সভাপতি ইব্রাহীম সরকার, এসটি আলমগীর, কবির হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মিল্টন খন্দকার, জাহাঙ্গীর, আসাদুজ্জামান অহিন, ইঞ্জিনিয়ার শাহীন, মে. শিরাজ, আবু জাফর, নূরু মিয়া, নকিব, মজিবুর, গুল হোসেন, আবুল কাশেম, বাবু শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত