নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়। ৮ই সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জের আদমজী বাজার মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে ২ নং ঢাকেশ্বরি এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে প্রায় হাজার খানেক মুসল্লি সমবেত হয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানরেদ গণহত্যার প্রতিবাদ জানায়।
নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটিতে আরো অংশগ্রহন করেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আবু, সাইদুল হক, আবুল কালাম, আবুল হোসেন মন্টু, আশরাফ, আজিজ, হামিদ সহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বিক্ষোভ মিছিল থেকে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সূচির নোবেল পুরস্কারকে ফিরিয়ে নেয়ার দাবী জানানো হয়। মিছিল থেকে মিয়ানমারের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবী জানানো জাতিসংঘের কাছে। এছাড়াও রাখাইন প্রদেশের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে অং সান সূচির শাস্তির দাবী জানান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুসল্লীরা।