কাউন্সিলর প্রার্থী সুলতান ও কাজী জহিরের মনোনয়ন স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ঋণ খেলাপীর দায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির ও বর্তমান বিএনপির কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া। ২০ই ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তাদের মনোনয়নপত্র স্থগিত করেন।

ঋণ খেলাপীর বিষয় বিএনপির কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া জানান, ৭ বছর আগে রাজ ব্যাটারি আলতাব এর জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে। আমি সেই টাকার জিম্মা হয়েছে। কিন্তু সেই টাকা পরিশোধ করেছে কিন্তু সকালে আমি খবর পেয়েছি ঋণ খেলাপীর জন্য আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আজকে সময়ের জন্য আপিল করতে পারিনি আগামীকাল আপিল করবো।

ঋণ খেলাপীর বিষয় বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির বলেন, ১০১৬ সালের একটি একাউন্ট ছিল কোন কারণে ৭৯ হাজার টাকা ঋণ হয়ে গেছে। আমি গতকালকেই ব্যাংকে টাকা জমা দিয়েছি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে টাকা এখনও পৌঁছেনি। তবে আমাকে কিলারেন্স দিয়েছে একাউন্টে লেনদেন সচল রয়েছে।

add-content

আরও খবর

পঠিত