কাউন্সিলর প্রার্থী খোরশেদ এর ঠেলাগাড়ি প্রতীক নিয়ে লড়াই

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নিবার্চনে (নাসিক) ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে ঠেলাগাড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৮ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন।

এদিকে, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোট যুদ্ধে লড়াই করবে আরও ৫ প্রার্থী। তারা হলেন : ১৩নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সায়েক শহীদ রেজা অনি, রবিন হোসেন, এসএম মোজাম্মেল হক মামুন, লিটন ও শাহ ফয়েজ উল্লাহ।

প্রসঙ্গত, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার ৪জন। এরমধ্যে নতুন ভোটার বেড়েছে ৪২ হাজার ৪২৬ জন। এছাড়া এবার ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭টি, বুথের সংখ্যা ১ হাজার ৩০১টি। এছাড়া অস্থায়ী বুথের সংখ্যা ৯৫টি।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদ ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এবার নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। আগামী ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৫ই ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই শেষ দিন ছিলো ২০ ডিসেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিলো  ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ শেষ দিন ছিলো ২৮ ডিসেম্বর এবং আগামী বছরের ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে এবার ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত