নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেছেন, বাংলা উৎসব আমাদের প্রাণের সঞ্চার ঘটায়। বাংলাদেশের মতো মাতৃপ্রিয় আয়োজন পৃথিবীর অন্য কোন দেশে দেখা যায়না। এদেশকে আমরা মায়ের মতো ভালোবাসি বলেই একাত্তুরে নিরস্ত্র স্বত্ত্বেও শত্রুর মোকাবেলা করেছি। এবং বিজয়ও ছিনিয়ে এনেছে। ১৯ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৭টায় সেবামূলক সংস্থা টুমটাম ইভেন্ট এক্সপ্রেস এর অভিষেক উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের ব্যবস্থাপনায় বন্দর কেন্দ্রীয় মিনার প্রাঙ্গণে আয়োজিত শিশু আনন্দ মেলার উদ্বোধণকালে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদের আশ-পাশে অনৈতিক কিছু চোখে পড়লে পুলিশকে জানাবেন। এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। আপনারা মনে রাখবেন পুলিশ আপনাদের বিপদের সাথী। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। আপনার সন্তান ঠিকমতো বিদ্যালয়ে কিংবা কোথয় যায় তার খোঁজ খবর নিন। কোন খারাপ প্রকৃতির লোকজন আপনার সন্তানের সঙ্গে মিশে কিনা সেদিকে খেয়াল রাখুন তাহলে দেখবেন আপনি নিজে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সমাজের প্রতিটি মানুষ নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবে। সংস্থার উদ্যোক্তা মিতু মোর্শেদের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টিভি নাট্য পরিচালক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু ও শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু।
এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুমটাম ইভেন্ট এক্সপ্রেস এর পরিচালক সবুজ সাহা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এ রানা, দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধার সন্তান শেখ আরিফুল ইসলাম আরিফ, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।