কলামিষ্ট বিভাগে শ্রেষ্ঠ পুরুষ্কার পেল নাসিম ওসমানের জামাতা ইফতেখারুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা সমিতি শ্রেষ্ঠ পুরষ্কার-২০২১ পেয়েছেন এডিসনাল এসপি ইফতেখারুল ইসলাম। এসময় ইফতেখারুলের হাতে পুরষ্কার তুলে দেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১৪ জনকে পুরস্কৃত করা হয়। ২৫শে জানুয়ারি মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। ইফতেখারুল ইসলাম নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান এর মেয়ের জামাই।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আফতাব আলী শেখ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল আজিজ।

১৪ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কলামিষ্ট বিভাগে এডিসনাল এসপি ইফতেখারুল ইসলাম, করোনা বীর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, চিকিৎসা বিভাগে ডা.সায়মা আফরোজ ইভা, শিক্ষা বিভাগে লায়ন মোজাম্মেল হক ভূইয়া, মুহাম্মদ গিয়াসউদ্দিন, মো.বেলায়েত হোসেন, ক্রীড়া বিভাগে আশরাফ উদ্দিন চুন্নু, সমাজ সেবক বিভাগে মাসুদুজ্জামান মাসুদ, কবিতা বিভাগে শহীদুল্লাহ ফিরোজ, সাহিত্য বিভাগে শাহিদা বেগম, জনপ্রতিনিধি বিভাগে এম এ রশিদ, ইলেট্রনিক মিডিয়া বিভাগে নাফিজ আশরাফ, সফল নারী বিভাগে নাবিলা আফরিন রীনা, ইউপি মেম্বার বিভাগে মো. রুহুল আমিন শরীফ।

ঢাকা মহানগর পুলিশের, ডিএমপি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত জোনের এডিসি ইফতেখায়রুল ইসলাম কলামিষ্ট বিভাগে নারায়ণগঞ্জ জেলা সমিতি শ্রেষ্ঠ পুরষ্কার পাওয়ায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা সমিতিকে কৃতজ্ঞতা জানিয়ে এক প্রতিক্রিয়া তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে বলেন, ক্ষুদ্র এই জীবনে মহান রাব্বুল আলামিন আমাকে উজাড় করে দিয়েছেন। আমি কখনোই কোনো প্রাপ্তি, অপ্রাপ্তি নিয়ে হতাশায় থাকি না! ব্যক্তিগত ও পেশাগত জীবনে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ।

ছোটকাল থেকেই আমার নানাবিধ বিষয়ে অর্জন থাকলেও এই প্রথম লেখালেখির কল্যাণে সম্মাননা প্রাপ্তি আমাকে উজ্জীবিত করেছে। আমার লেখালেখির ধরণ খুব সহজ, আমি সরলকে সরলভাবে বলার চেষ্টা করি এবং এতে অসংখ্য খামতিও থাকে ! তা সত্ত্বে আমার নিজ জেলা যখন আমাকে লেখালেখির জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয় সেটি আমার জন্য অনেক বড় অর্জন হয়ে যায়।

আমার লেখালেখি অনেকের চোখেই হয়তো পড়তো না, যদি নাহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আমার সামাজিক বার্তাবহ লেখাগুলো সমগ্র দেশে ছড়িয়ে দিতো। আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। একইসাথে কালের কন্ঠ,  জাগো নিউজ, ঢাকা টাইমসসহ অন্যান্য যারা বিভিন্ন সময়ে আমার লেখা পৌঁছে দিয়েছেন অনেকের কাছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয়   মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি স্যার এবং তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি স্যারের প্রতি এই সম্মাননা তুলে দেবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা সমিতিকেও। মনে মনে একটা কথা মাঝে মাঝে বলি, তুমি আমাকে নামানোর চেষ্টা করতেই পারো কিন্তু আমার ভেতরের পজিটিভিটির কাছে তুমি ও তোমার প্রচেষ্টা একেবারেই ঠুনকো !

add-content

আরও খবর

পঠিত