কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানান। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার প্রধান লক্ষ্য মন্ত্রণালয়ে স্বচ্ছতা নিয়ে আসা। এ জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছি। আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর স্থান নেই।

তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি। জনগণকে সঙ্গে নিয়ে এ মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যাবো। ভূমি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

add-content

আরও খবর

পঠিত