নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ রয়েছে বাংলাদেশও। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সক্রিয় ভূমিকা রাখছে। গত ৬ দিনে বিদেশ থেকে দেশে ফেরা হাজার হাজার যাত্রীকে বিমানবন্দরে শরীর পরীক্ষা করা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ নিরাপদে রয়েছে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য বার্তা প্রকাশ করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে ২০১৯-এনসিওভি (মার্স ও সার্স সমগোত্রীয় করোনা ভাইরাস) এর সংক্রমণ দেখা যাচ্ছে। আপনি যদি এসব দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে ১০০ ডিগ্রি বা এর চেয়ে বেশি মাত্রার জ্বর, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়া তাহলে আপনার দেশে এ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকতে পারে।
এমন হলে অতিসত্ত্বর সরকারী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে বা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারগুলো হলো : ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।