নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৩ জুন গভীর রাত ৩টা। টিম খোরশেদ ১৩ এর টিম লিডার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মোবাইলে একটি ফোন আসে। ফোন রিসিভ করার পর অপরপ্রান্ত থেকে জানানো হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরণ করা দেহকে গোসল ও দাফন কাফনের কোন লোক পাওয়া যাচ্ছেনা। তাই লাশ দাফনে টিম খোরশেদ ১৩ এর সহযোগীতা চায় মৃত ব্যাক্তির পরিবার।
একেতো গভীর রাত তার ওপর তুমূল বৃষ্টি থাকায় প্রতিকুল পরিবেশের কারনে লাশ দাফনের জন্য প্রয়োজনী সংখ্যক সদস্য একত্রিত হতে না পারায় টিমের সদস্যদের সাথে খোদ নিজেই লাশ দাফনে বেরিয়ে পড়েন কিছুদিন পূর্বে করোনাভাইরাসে অাক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থাকা কাউন্সিলর খোরশেদ।
আর করোনাবীরের নেতৃত্বে নিজেদের ৮০ তম মৃতদেহ দাফন সম্পন্ন করে টিম খোরশেদ ১৩। এরআগে একাধিকবার কাউন্সিলর খোরশেদ করোনায় পজেটিভ শনাক্ত হওয়ার পরও সুস্থ্য হয়ে অব্যাহত দাফন কার্যক্রম।
৮০ তম লাশ দাফনের পরে বিস্তারিত জানিয়ে এ বিষয়ে শনিবার সকালে নিজের ফেসবুকে স্ট্যাটস দেন মাকসুদুল অালম খন্দকার খোরশেদ। স্ট্যাটাসে তিনি লিখেন-
আলহামদুলিল্লাহ।
আজ ১৩ জুন ২০২০। আমাদের ৮০ তম দাফন।গতকাল ১২ জুন রাত ৭টায় নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি বসির মার্কেট এলাকার হাজী ইদ্রিস আলী করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।তার পরিবার ১৩ জুন দিবাগত রাত১ টায় মৃতদেহ এলাকায় এনে গোসল ও দাফনের জন্য স্থানীয় কউকে না পেয়ে রাত ৩ টায় আমাকে ফোন করে সহযোগিতা কামনা করেন। তখন চলছি তুমুল ঝড় বৃষ্টি। আমরা সাড়ে তিনটার মধ্যে একত্রিত হয়ে ভোর ৪ টায় মিজমিজি পৌঁছে মরহুমের গোসল, কাফন, জানাযা শেষে সকাল ৬টা ৩০ মিনিটে দাফন সম্পূর্ণ করেছি। আজ টিমে ছিলেন হাফেজ শিব্বির আহমেদ, সুমন দেওয়ান, রাফি ও নাঈম। সার্বিক সহযোগিতা করেন ২নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক বাংলাদেশ দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ ইকবাল হোসেন।
বিশেষ দ্রষ্টব্য: ঝড় বৃষ্টির রাতে সব টিম মেম্বারদের একত্রিত করতে না পারায় ও প্রয়োজনী সংখ্যক মেম্বার না হওয়ায় আমাকেও যেতে হয়েছিলো।