করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ্য আছেন ফতুল্লা থানা ওসি আসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। তবে আক্রান্ত হলেও শারীরিক ভাবে তিনি সুস্থ্য আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস রোধে নিয়ম মেনে কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসলামসহ জেলার ১৭৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। ৪৩ জন চিকিৎসাধীন। বাকি পুলিশ সদস্যরা নিজ নিজ বাসায় আইসোলেশেনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্য ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

add-content

আরও খবর

পঠিত