কমেছে যানজট, স্বস্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জ বার্তা ২৪: শহরে চলমান হকার উচ্ছেদ অভিযানে স্বস্তিতে নগরবাসী। শহরের ফুটপাতে হকার নেই, শহরের কোথাও যানজট নেই। স্বচ্ছন্দে চলাচল করতে পারছে নগরবাসী। হোক তা পায়ে হেঁটে অথবা রিক্সা, গাড়িতে চড়ে। দীর্ঘদিনের যানজটের অভিশাপ থেকে কিছুটা হলেও মুক্ত নগরবাসী।

পুলিশি এ্যাকশনের মুখে গত তিন দিন ধরে নারায়ণগঞ্জের ফুটপাতে বসতে পারেনি হকাররা। পুলিশ বলছে নারায়ণগঞ্জ শহরে কোন যানজটই থাকবেনা যদি এই শহর হকারমুক্ত ফুটপাত, অবৈধ স্ট্যান্ড ও অবৈধ পার্কিং মুক্ত রাখা যায়।

শহরে গত তিন দিন ধরে চলমান হকার উচ্ছেদের প্রভাব পরেছে নগরীর বঙ্গবন্ধু সড়কে চলাচলরত যানবাহনের উপর। দীর্ঘক্ষন যানজটে আটকা থাকা একপ্রকার রেওয়াজে পরিনত হয়েছিল নারায়ণগঞ্জের মূল এই সড়কটিতে। গত তিন দিন ধরে হঠাৎই শহরের যানবাহন চলাচলের নিত্যনৈমিত্তিক চিত্র বদলে গেছে। যেখানে যানজটে পরে দীর্ঘক্ষন নাকাল হতে হতো নগরবাসীকে, সেখানে স্বাচ্ছন্দে কোন প্রকার যানজট ছাড়াই চলতে পারছে নগরবাসী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজকে প্রত্যাহারের পর ২৫ ডিসেম্বর থেকে শহরে হকার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। এর পর থেকে তিন দিন পেরিয়ে গেছে শহরের কোথাও কোন হকারকে বসতে দেয়নি পুলিশ। পুলিশের কঠোর মনোভাবে ফুটপাত পুরোপুরি হকার দখলমুক্ত। জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ২৫ ডিসেম্বর সকাল থেকে সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জয়নাল আবেদীন ও টানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক আজহারুল ইসলামের নেতৃত্বে শহরে হকার উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। আজ তিন দিন ধরে তা অব্যাহত আছে।

নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কথা হয় সোহানা নামে এক গৃহবধূর সাথে। তিনি জানান, নিতাইগঞ্জ থেকে মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় লেগেছে (২৭ ডিসেম্বর) চাষাড়া শহীদ মিনার আসতে। গত পাঁচ দিন আগেও এই একই জায়গায় আসতে আধা ঘন্টাও লেগে যেত। দীর্ঘক্ষন যানজটে আটকে পরে থাকতে হতো।

নগরীর মন্ডলপাড়া পুলে কথা হয় ব্যবসায়ী শফিক উদ্দিনের সাথে। তিনি জানান, হঠাৎই যেন বদলে গেল নারায়ণগঞ্জ। দীর্ঘক্ষন যানবাহনের একটা জটলা থাকতো সেই পরিস্থিতি এখন নেই। তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু হকাররাই নয়, রাস্তা দখল করে বিভিন্ন গাড়ি পার্কিং, নামি দামি দোকানের সামনের অংশ দখল করে রাখা, অবৈধ স্ট্যান্ডমুক্ত করা জরুরি। তাহলে নারায়ণগঞ্জ শহর পুরোপুরি যানজটমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই ব্যবসায়ী।

add-content

আরও খবর

পঠিত