নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় উচ্ছেদ করে ফুলের বাগান করার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সোনারগাঁও থানার চৈাকস অফিসার এস আই আবুল কালাম আজাদ ।
পর্যটন নগরী হিসেবে বিখ্যাত সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে স্থানীয় বাজার, বিভিন্ন এলাকা এবং পৌরসভার ময়লা র্নিবিগ্নে ফেলা হতো। এতে মহাসড়কটি হয়ে যায় সরু এবং হাজার হাজার মানুষের দূর্ভোগের কারণ হয়ে দাড়ায়। এমনকি ঘটেছে মৃত্যুর মতো অনাকাঙ্খিত ঘটনা। বিষয়টি নিয়ে অসংখ্য বার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি (সওজ ) বা স্থানীয় জনপ্রতিনিধিরা ।
দূর্ভোগে অতিষ্ট এলাকাবাসী অবশেষে গত ১০ জুলাই বুধবার ব্লাড ফর নারায়ণগঞ্জ নামক সংগঠনের সহযোগিতায় মহাসড়কে মানববন্ধন করেন। খবর পেয়ে সোনারগাঁও থানার এস আই আজাদ মানববন্ধনের প্রতিক্রিয়া স্বরুপ তাৎখণিক নিজ উদ্যোগে ময়লার ভাগাড়টি উচ্ছেদ করেন এবং সোনারগাঁওবাসীকে প্রতিশ্রুতি দেন ময়লার ভাগাড়টিকে করা হবে ফুলের বাগান ।
তারই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই মঙ্গলবার এস আই আজাদের তদারকিতে মহাসড়কের ময়লার ভাগাড়ে মাটি ফেলা হয়েছে। চলছে ভাগাড়কে বাগানে পরিনত করার কাজ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে এস আই আজাদ জানান, কোনো কাজেই আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, আমি বাস্তবে বিশ্বাসী। যত দিন আমি এই সোনারগাঁওয়ে আছি, ততো দিন আমি সোনারগাঁওবাসীর দূর্ভোগ লাঘবে কাজ করে যাবো। আমি যেমন কথা দিয়েছিলাম এই ময়লার ভাগাড়টি উচ্ছেদ ও করেছি, বাগানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। জায়গাটি বাগানের জন্য উপযুক্ত করার লক্ষে মাটি ফেলা হয়েছে। ঈদের পর পরই আমরা বাগান করার কাজটি সম্পূর্ন করতে পারবো। কেউ যেন সেখানে পুনরায় ময়লা ফেলতে না পারে তাই সেখানে বাঁশের বেড়াসহ সতর্কতামূলক ফেষ্ঠুন ও ব্যানার লাগানো হয়েছে।