ওসমান পরিবারের জনসেবা অতুলনী- আফজাল হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি  ) :  নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এবং স্থানীয় সিটি করর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন বলেছেন,  আমি দেখেছি, আমার রাজনৈতিক গুরু প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমান নাগরিকের ন্যায্য পাওনার সুষ্ঠু বন্টনে ছিলেন কতটা আন্তরিক। বর্তমানে এমপি সেলিম ওসমানকেও দেখছি জনতার সুখ-দুঃখের কান্ডারী। বিশেষ করে ওসমান পরিবারের জনসেবা অতুলনীয়। তাদের কাছে অনেক কিছু শেখার আছে। আমার গুরু নাসিম ওসমানের কাছে শিখেছি, এখন শিখছি ওসমান পরিবারের অন্যান্যদের কাছে।

আর সিটিবাসীর বেলায় এখন দেখছি নারায়ণগঞ্জ বিভিন্ন ওয়ার্ডে বন্টন বৈষম্য। কারো বেলায় বেশী, কারো বেলায় কম, আবার নাকি কোটা ভিত্তিক বন্টন। এতে করে প্রকৃত অসহায় অনেকেই সরকারি বে-সরকারি প্রাপ্য অধিকার থেকে হচ্ছেন বঞ্চিত।

৩১ আগস্ট বুধবার বিকালে তিনি তাঁর নবীগঞ্জস্থ নিজ বাসভবনে এলাকার দুঃস্থ মুরুব্বী ও প্রতিবন্দ্বীদের মাঝে সরকারি বরাদ্দকৃত বয়স্ক এবং প্রতিবন্দ্বী ভাতার কার্ড বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, আমার নেতা আলহাজ্ব নাসিম ওসমান বেঁচে থাকলে এ সকল গরীব মানুষের প্রাপ্য সেবায় এ ধরনের বৈষম্য থাকতো না।

বন্দরের ৯টি সিটি ওয়ার্ডের মধ্যে কোনটায় ২০টা, কোন ওয়ার্ডে ৪০ টা, কোনটায় ১৫ আবার কোনটায় ১২ টা বয়স্ক বাতার কার্ড বরাদ্দ করা হয়েছে। আমার ওয়ার্ডে তাই মাত্র ১২ জনকে বয়স্ক ভাতার কার্ড দিতে পারছি।

কিন্তু আরও এমন অনেক অসহায় বয়স্ক লোক আছে যাদেরকে ইচ্ছা থাকলেও একটা করে কার্ড হাতে তুলে দিতে পারছিনা। এই অনুষ্ঠান থেকে প্রতিবন্দ্বীদের কার্ড দেওয়া হচ্ছে মাত্র ৮জনকে। এখানেও বাকি রয়ে যাচ্ছে অনেকেই।
তবে আশা রাখি ভবিষ্যতে যদি আবার এমন সুযোগ মেলে, সেদিন চেষ্টা করবো যেন কেউ একজনও বঞ্চিত না হয়। সেক্ষেত্রে আশা করবো আমাদের ভোটার সাধারণ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে সর্বস্তরের সকলের সঠিক সেবা বাস্তবায়নের সুযোগ করে দেবেন।

বয়স্ক এবং প্রতিবন্দ্বীদের মাঝে ভাতা বরাদ্দের এই কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজ সেবা অফিসের সহকারি কর্মকর্তা খালেদা বেগম, নবীগঞ্জ ইসলামপুর এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য মোঃ মোসলেউদ্দিন প্রধাণ, হাজী মোঃ দেলোয়ার হোসেন, কাউন্সিলরের সচিব মোঃ আমির হোসেন, মোঃ কালুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত