এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রেলি, দোয়া, আলোচনা, শ্রেষ্ঠ  স্বেচ্ছাসেবক সম্মাননা , গরবিনী মা সম্মাননা, রক্তদাতাছ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক,  লায়ন প্রকৌশলী  ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব, গভর্নর,লায়ন জেলা ৩১৫ এ২ বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুস সালাম, ভাইস- চেয়ারম্যান, বিদ্যানিকেতন হাই স্কুল ও সভাপতি সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, এড. মোঃ নবী হোসেন, উপদেষ্টা, এসো আলোর সন্ধানে যুব সংগঠন, নাসির হায়দার,ক্যাবিনেট ট্রেজারার লায়ন জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন,আবুল হাসান সুইট, উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন,আমিরুল রসুল রানা,উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন, সোহেল হাওলাদা, উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন, মোঃ ফয়সাল আহমেদ, উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন, আলীম ভূইয়া স্বপন, আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, মফিজুল ইসলাম লিটন, আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, জোহরা আক্তার জেমী, সাধারন সম্পাদক, এসো আলোর সন্ধানে যুব সংগঠন

আমিরুল আলম পিন্ট, সাবেক যুব প্রধান ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট, আজিজুল ইসলাম দিনার, সভাপতি শিকড় যুব ও সমাজকল্যান সংগঠন, ইফতেকার ভূইয়া ররিদ্বিন সভাপতি নিঃস্বার্থ যুব কল্যান সংগঠন, কামরুন নাহার বৃষ্টি, সাধারণ সম্পাদক স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংগঠন,তমা রানী সরকার, ভারপ্রাপ্ত-কোষাধ্যক্ষ, মোঃ জনি খান, দপ্তর সম্পাদক, অর্পন মজুমদার- প্রচার সম্পাদক, সদস্য কাজল সরকার, কাজল রেখা, মোঃ আলী হোসেন, তানভীর হোসেন, সোহাগ মিয়া, আনজাম মাহতাব হাদী, আমিনুল ইসলাম, তোড়া মিত্র  অভিজিৎ দাস,  মোঃ সিহাব ও জান্নাত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কাশীপুর দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা, হযরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী, শিক্ষক, হোসাইনীয়া মমতাজীয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত নাঃগঞ্জ-৭০, সদর-৩৫ এসো আলোর সন্ধানে সেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও সামাজিক যুব সংগঠন।  “এসো আলোর সন্ধানে” যুব সংগঠন ২০১৫  সালের নারায়ণগঞ্জ জেলার  ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. নবী হোসেন।

সেবামূলক এই ছাত্র সংগঠনটির প্রথম সেবামূলক কাজ শুরু হয়  শিশু পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে গনসচেতনতা গড়ার লক্ষ্যে বর্ন্যাঢ রালী ও আলোচনা সভার  মাধ্যমে। সৃজনশীল মানসিকতা ও সুন্দরের মনোবল থাকার প্রত্যয় নিয়ে  দাড়িয়েছে এ সংগঠনটি। গরিবের পাশে থাকা ও দুস্তমানুষের সেবায় এগিয়ে চলছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন।

মানুষদের চেতনা শক্তি প্রকাশ ও সেবার গতিশীলতা বৃদ্ধির জন্য কাজ করছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন । বর্তমানে যুবসমাজ যখন মাদকাসক্ত,  অসৎ পথে পরিচালনা করে নিজেদের, অন্ধকারের দিকে ঠেলে দেয় নিজেদের ভবিষ্যৎ, ঠিক সেই সময় তাদের সুন্দর জীবনের প্রত্যয় নিয়ে পাশে দাড়ায় “এসো আলোর সন্ধানে” যুব সংগঠন।

এসো আলোর সন্ধানে সংগঠনের সকল সদস্যরা হলো ছাত্র-ছাত্রী। সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতায়  হাটি হাটি পা পা করে এগিয়ে চলছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন। সকল সদস্য ও উপদেষ্টাদের নিয়মিত চাঁদায় প্রতিনিয়ত নানাবিধ সামাজিক অনুষ্ঠান ও মেধাবী অভাবগ্রস্থ শিক্ষার্থী,পথশিশু, অসহায় গরিব,সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা সেবামূলক কাজ করে যাচ্ছে এই সংগঠন ।

সমাজ থেকে অন্ধকার দূরকরে , মানুষের মাঝে আলোর প্রদীপ জালানোর প্রচেস্টায় ( নতুন প্রজন্মের নতুন দিনে,এগিয়ে এসো আলোর সন্ধানে) এই  স্লোগান সামনে রেখে  এগিয়ে যাচ্ছে  এসো আলোর সন্ধানে যুব সংগঠন। এসো আলোর সন্ধানে যুব সংগঠন পাঁচটি মূলনীতির উপর অটল( সততা, স্বচ্ছতা, সেবা, শৃঙ্খলা ও একতা) মানব সেবায় একধাপ এগিয়ে এসো আলোর সন্ধানে যুব সংগঠন গরিব মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে চায়,এবং আহ্বান জানান সকল সামাজিক সংগঠনকে একত্রি হয়ে কাজ করার।

add-content

আরও খবর

পঠিত