এসএসসি পরিক্ষার ফরম পুরন করতে না পারায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : উপজেলায় এসএসসি পরিক্ষার ফরম পূরন করতে না পারায় মোসাম্মদ আমেনা (১৭) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার সোনারগাঁ জি আর ইনিষ্টিউশন স্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থী মোসাস্মদ আমেনা আক্তার মূল্যায়ন পরিক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়। অকৃতকার্য হওয়ার বিষয়টি তার পরিবারকে না জানিয়ে নিজে নিজে ফরম পূরনের স্কুলের অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে গিয়ে ধারস্থ হয়েছিলেন। গতকাল রবিবার ছিল ফরম পূরনের শেষ দিন। শেষ দিনে ফরম পূরন করতে না পারায় ক্ষোভে ও লোকজ্জার ভয়ে রাতে ঘরের আড়ার সাথে দড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্কুল ছাত্রীর পিতা বাবর আলী জানান, মেয়ে চার বিষয়ে ফেল করেছে এ ব্যাপারে আমাদের কাউকে কিছু জানাইনি। ফরম পূরনের ব্যাপারে সে আমাদের জানিয়েছে তার ফরম পূরন হয়ে গেছে। গতকাল রাতে নামায শেষে মসজিদ থেকে ফিরে আমেনার খোঁজ করে না পেয়ে আমার বসত ঘরের পাশের একটি ঘরের জানালা দিয়ে দেখতে পাই আমেনা গলায় ফাঁস দিয়ে আড়ার সাথে ঝুলে আছে।মৃত স্কুল ছাত্রী পৌরসভার তোফাজ্জল মিয়ার ভাড়াটিয়া। তার পরিবারের দুই ভাই ও চার বোনের মধ্যে সে ছোট। এ ব্যাপারে জিআর ইনিষ্টিউশনের অধ্যক্ষ সুলতান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি রিসিভ করেনি।

add-content

আরও খবর

পঠিত